অঙ্ক কষে দেখলো রাজা
কিনতে পারি মোল্লা
খুব বেশি না আদর কোরে
আধটা রসোগোল্লা
দিলেই হবে, লস কি তাতে
লাভের হিসেব পাক্কা
এই তরণী পার হওয়া যায়
একটু দিলেই ধাক্কা।
আধটা না ভাই পুরোই দিলাম
মন খুশি কর, হাক দে;
পিছন ফিরে তাকাসনে আর
ভাইয়া বলে ডাকদে।
মোল্লা সাহেব ভাই না বলে
আবেগ বসে আব্বা!
আম জনতা তাক লেগে যায়-
প্রেম কি মশাই বাব্বা!!
সব ফতোয়া ভুল হয়ে যায়
তেলের গাড়ি চড়লে,
মোল্লা সাহেব স্যালুট তোমায়
সেই ইতিহাস গড়লে!!
04.11.18
মন্তব্য করুন