এই শহরে লক্ষ কোটি মানুষ
সবাই বাঁচে নিজের মতো করে,
হয়তো আমিই পরজীবি এক প্রাণী
টানতে থাকি তোমার সুতো ধরে।
নিজেই নিজের হাত ধরে যে হাঁটে
তার মতো নয় আমার ফিলোছফি,
জীবন কি আর দেয়াল পলেস্তারা
কিংবা কেবল চা চিনি আর কফি?
ভাবতে পারো এই শহরে আমি
বিষণ্ণ এক গাছের নিচে বসে,
এবং তুমি অন্য কোথাও একা
দিনযাপনের অঙ্ক মিলাও কষে।
19.11.18
মন্তব্য করুন