আমার এই কলবে কেবল / সাইফ আলি

যে খাঁচায় বদ্ধ আমার অক্ষিগোলক
ঘুমের ভারে নুইয়ে আসে 
যে মাটির শীতল দেহের কঠোর ত্রাসে 
মনপাখিটা হয় উতলা
সে খাঁচা-মাটির ঘরে তোমার আলো পৌছিয়ে দাও;
আমার এই কলবে তুমি তোমার নূরের প্রদীপ জ্বালাও।

যে বাতাস কাঁপন ধরায়, শরীর ফুঁড়ে আত্মাটা ছোঁয়
সে বাতাস উড়াক তোমার বিজয় নিশান;
আমার এই নরম দু’হাত শক্ত করো কবুল করো
প্রতিকূল স্রোতের মুখে গায় যেনো সে তোমারই গান।

আলো আর অন্ধকারের সকল ভাষা তোমার জানা
আগুনের শিখাও তোমার হুকুম পেলে বিনম্র হয়;
তবে কোন জালিমশাহের আস্ফালন এই হৃদয় ছোঁবে
আমার এই কলবে কেবল জারি রেখো তোমারই ভয়।

মন্তব্য করুন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  পরিবর্তন )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  পরিবর্তন )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: