গলিত চাঁদের পাশে ধ্যানমগ্ন বৃক্ষের ছায়া,
শব্দের তার ধরে গাঁটছাড়া রাতের পেয়াদা;
আমাকে পোড়ায় তারা অগণিত সারাক্ষণ-
আমি এই রাতের শরীর
আমি এই মুগ্ধতা বুকে লেপে নিশ্চুপ জেগে থাকা নিঃসঙ্গ রাতের শরীর।
আমাকে ছুঁয়োনা প্রিয়তমা
নির্ঘাত প্রেমে পড়ে যাবে,
নীলাভ শূন্যতায় নিজেকে খোয়াবে।
04.12.18
মন্তব্য করুন