বেশতো আমি যাচ্ছি হেঁটে
আমার সাথে তোমার ছায়া,
হাত বাড়ালেই গল্প হবে
অল্প কিছু বাড়বে মায়া।
বেশতো তুমি হাসতে জানো
হাসতে জানে তোমার কথা,
কেমন দেখো যাচ্ছে ডুবে
সন্ধ্যাবেলার বিষণ্নতা!
আমার ছায়া তোমার আগে
তাই কি তুমি হাঁটছো জোরে,
এ নাও আমি দাঁড়িয়ে গেলাম
হারিয়ে গেলাম তোমার ঘোরে।
এখন তুমি আঁকতে পারো
তোমার চুলে সন্ধ্যা আমার,
এবার তারার বোতাম খোলো
আর কতদূর রাত্রি নামার।
19.11.18
মন্তব্য করুন