আন্দাজ নেই কোনো
পথের সীমানা নেই জানা
যেখানেই রাত হবে
সেখানেই বিছাবো মাদুর
টাঙাবো জাদুর সামিয়ানা।
শিশিরে ভেজাবো চুল
জোসনায় ধোবো ভুল
তারপর তারারা কথক;
শুনবো অবাক চোখে
কিভাবে রাত্রিলোকে
বুদ হয় মায়াবতি প্রকৃতির শ্লোক।
পাতারা কি আশা নীরে
ভিজবে সারাটা রাত
ওৎপাতা মাকড়ের জাল চুয়ে নেমে যাবে
শিশিরের পরিণত কণা,
রাত্রি সাজবে আর সাজাবে নিখুঁতভাবে
দিবসের সব আল্পনা।
09.11.18
মন্তব্য করুন