টিকিট ছাড়া ছবিঘরে দৌড় দিয়ে যায় ফিল নিতি
কিন্তু কাকা খুব সচেতন ভাড়াটিয়ার বিল নিতি।
কাকার মাথায় মাল আছে তা আমজনতা খুব জানে
সময় মতো ভাসে উঠা, সময় মতো ডুব জানে।
হঠাৎ করে শুনতি পালাম এবের যাবে সংসদে;
ফাজিল পোলা ভেংচি কাটিস! পিছায় দাঁড়া, অংশ নে।
কাকার এবের ঠেকায় কিডা, একসাথে ক চিল্লায়ে
হাক মারে কস ছড়ার মতো ছন্দ দিয়ে মিল্লায়ে।
21.11.18
মন্তব্য করুন