দিন দুপুরি মগজডা ক্যান
চাকার লাহান ঘুরতাছে,
দুধশাদা ঐ চিলডা কিরম
উটির লাহান উড়তাছে!
হলুদ দেহি চারপাশে,
সাংবাদিকের কলম য্যান;
দিলের ভেতর পুড়তাছে খুব
পাগলা বাবার মলম দ্যান।
পাগলা বাবার মলম লাগায়
ইবার যাব সংসদে,
আমজনতার চোখের মণি
বইবো না ক্যান মসনদে!?
বইবো ইবার বইবো রে
দিলির মদি কচ্ছে কতা
পরিবর্তন হইবো রে।।
19.11.18
মন্তব্য করুন