অমক নিখোঁজ তমক নিখোঁজ
নিখোঁজ গোটা দেশটা
এত্ত সহজ পাল্টে ফেলা স্বৈরাচারী বেশটা?
শকুন কি আর ভাগাড় ছেড়ে
সভ্য হবে ভাই রে
মড়ার খোঁজে ঘাড় গুঁজে সে
মুখ ফেরানো দায় রে।
এই শকুনের বসত ভিটে
খোঁজ করে দে পুড়াইয়া;
আর কতকাল চলবে এ দেশ
লিমন হয়ে খুড়াইয়া?
স্বৈরাচারের জবাব দিতে পারিস যদি দাঁড়াইতে
আর হবে না গুমের দেশে সোনার দামাল হারাইতে,
কিন্তু যদি ঘরের কোণে মুখ লুকিয়ে বাঁচতে চাস
বদলাবে না বদলাবে না স্বৈরাচারের এই বাতাস।
21.12.18
মন্তব্য করুন