শব্দগুলোকে সামলিয়ে রাখো কবি
উপমার দায় এড়াতে পারো কি ভেবো
যথাপোযুক্ত উপমার অনাহারে
শাদা কালো হয় কালো হয়ে যায় শাদা।
শব্দগুলোকে সামলিয়ে রাখা দায়
ভুল নিশানায় ছুড়ে দেওয়া কোনো তীরে
অর্জিত হয় কাঙ্খিত ফলাফল?
খুব সাবধান, খুব সাবধানে কবি…
চাটুকারিতার সাময়িক লাভে ভুলে
উম্মাদ যদি এ অস্ত্র নাও তুলে
খুব পস্তাবে, খুব পস্তাবে কবি
নাশ হয়ে যাবে শব্দের বিভ্রাটে।
24.11.18
মন্তব্য করুন