মুখোশ খোলা মানুষগুলোর দেখলে মনে কষ্ট হয়
তবুও তারা মুখোশ খুলুক চেহারাটা স্পষ্ট হয়।
আলেম তারা, ইলমে ভরা কলবে তাদের খোদার ভয়
হঠাৎ কিছু স্বার্থটানে সব বিকোনো- তাও কি হয়!?
কোরান হাদীস অল্প জানি গল্প করার সাহস কম
আপনি হুজুর ব্যাখ্যা করেন, কেমন কোরে সেই কলম
লেখতে পারে দালালনামা হালাল করে সব কিছু,
কওমী সনদ পাইছি হালাই, একটু না হয় হই নিচু!?
04.11.18
মন্তব্য করুন