আহা অবেলায়
আমাদের পাখিগুলো সন্ধ্যার পথ ধরে
কোথায় যে উড়ে চলে যায়
কোন সে নদীর কিনারায়…
আমাদের ডালগুলো কাপে না
থেমে যায় কাঙ্ক্ষিত কোলাহল
আকাশের বুক পিঠ শূন্য
নগরীর চোখ করে ছলছল
সোনালী ডানার পাখি ঝাঁক বেঁধে কোথায় যে উড়ে যায়…
অভিমানী পাখিদের চোখে ছিলো স্বপ্ন অফুরান
কি মধুর সুরে সুরে গেয়ে যেতো জীবনের জয়গান
…………….
08.01.19
মন্তব্য করুন