কতিপয় জানোয়ার চেতনার খেতা ভরে মতে
গলা ছেড়ে গান গায় বিকৃত ইতিহাস টেনে,
আমরা কানার দল, ভয় পায়, কাতরায় রাতে
আমার স্বজন আছে ভালো! এটুকুই শান্ত্বনা মেনে।
ইতিহাস শুনবো না আমি। ইতিহাস বলো না আমাকে
এ সময় ধর্ষিত পাখি, ডানা ভাঙা; কাতরাতে থাকে।
দলান্ধ বধিরেরা শোনো- জালিমেরা প্রেমিকা বোঝেনা।
স্বার্থের কাম যদি জাগে, তখন সে মানুষ থাকেনা।
02.01.19

মন্তব্য করুন