ঘুনপোকা ঘুনপোকা ঘুনপোকা
হাশফাশ নগরীর বোকাসোকা লোকেদের চেয়ারের হাতলের ঘুনপোকা
বের হয়ে আয় তোরা ঐসব চেয়ারের নে দখল
নীতিহীন জালিমেরা যে চেয়ার করে আছে বেদখল।
যে চেয়ার এনে দেয় জুলুমের অধিকার!
যে চেয়ার লোভীদের স্বার্থের হাতিয়ার
সে চেয়ার অধিকারে নিয়ে নে
কুড়ে কুড়ে খেয়ে ফেল চেয়ারের পায়াগুলো ভেঙে যেনো পড়ে যায় মাটিতে
তারপর হানা দিস আলমিরা সোফাসেট কালো টাকা গয়নার ঘাটিতে।
ঘুনপোকা ঘুনপোকা ঘুনপোকা
বোকাসোকা মানুষের চেয়ারের হাতলের ঘুনপোকা
বের হয়ে আয় তোরা নে দখল
যে চেয়ার হয়ে আছে বেদখল।
09.01.19
মন্তব্য করুন