প্রভু আমার এ চোখ তখনো যেনো জেগে থাকে
যখন সবাই নির্বিচারে সাড়া দেয় জালিমের ডাকে
মজলুমানের কান্না যেনো আমার কলম কভু এড়িয়ে না যায়
নিকষ আঁধার ঘিরে ধরলেও তোমার আলোয় যেনো পথ খুঁজে পাই।।
ভ্রান্তির বেড়াজালে যখন এ মন
সত্যকে সহজে খুঁজে পায় না,
মুখোশের পৃথিবীতে কারো চেহারা
যখন আর সহজে চেনা যায় না
তখন তুমিই হয়ো গো সহায়।।
08.01.19
মন্তব্য করুন