টুনটুনি পাখি তোর সরু দুটো পা
শিল্পী নাকি রে তুই বেশ তো গলা
ডানাগুলো মেলে দিয়ে উড়তে তোকে
কে শেখায় বল দেখি এক পলকে?
পাতা দিয়ে ঘর বাঁধা শিখেছিস কই
আমাকেও বল দেখি পড়ি সেই বই।
16.01.19
টুনটুনি পাখি তোর সরু দুটো পা
শিল্পী নাকি রে তুই বেশ তো গলা
ডানাগুলো মেলে দিয়ে উড়তে তোকে
কে শেখায় বল দেখি এক পলকে?
পাতা দিয়ে ঘর বাঁধা শিখেছিস কই
আমাকেও বল দেখি পড়ি সেই বই।
16.01.19
মন্তব্য করুন