আধখানা চাঁদ দূর আকাশের গায়
সারারাত জেগে জেগে স্বপ্ন বিলায়
খুকু তুমি দেখেছো সে স্বপ্নের ঢল
ভাসিয়েছে মেঘেদের রূপোলী আচল?
খুকু তুমি শুনেছো কি বাতাসের গান
যেই গানে দোল খায় শাদা শাদা কাশ,
দেখেছো কি বুনো ফুল সবুজের প্রাণ
রঙিন পাপড়ি মেলে করে উল্লাস?
হয়তো বা খুকু তুমি শুনবে এসব
দাদুভাই গল্পের ঝাপি খুলতেই,
রূপকথা মনে হবে শহুরে খাঁচায়
বাস্তবতার সাথে কোনো মিল নেই।
22.01.19
মন্তব্য করুন