সবুজ পাখি টিয়ে
গলায় মালা দিয়ে
বন বনানী উড়ছো একা
আমাকে যাও নিয়ে।
আব্বু তোমার রাগ করে না
দূর বনে যাও একা?
ফুল পরীদের সাথে তোমার
হয় কখনো দেখা?
ফুল পরীরা দেখতে কেমন,
ঘুমায় ওরা ফুলে?
কি খায় ওরা,
পড়ে কোন স্কুলে?
সবুজ টিয়ে
তুমি আমার বন্ধু হবে না কি;
চারপাশে সব কেমন যেনো
জাদুর মতই ফাঁকি।
20.01.19
মন্তব্য করুন