জীবনের সব রঙ মিশেছে শাদায়
শাদা কাগজের বুকে ঘষি চারকোল
মননের নীড় ভেজা ঘন বরষায়
সেই ভেজা নীড়ে বসে ভাবছি কেবল
তোমারই কথা প্রিয়, হে প্রিয়তম।
তুমি দু’চোখের আঙিনায় স্বর্ণালী রোদ
তোমাতেই পথ খুঁজে পাই,
সুখের সকল নদী শুকিয়ে গেলেও
তোমাতেই তৃষ্ণা মিটাই।।
হে প্রিয় রাসূল; হে প্রিয়তম…
কবিতার ভাঙা ভাঙা রুহে
তোমাকে জড়িয়ে যদি তোলা যায় সুর
জানি সেই সুর হবে সবচে মধুর।
তুমি কলবের মোহনায় এমনি সে ঢেউ
যাপনের স্বাদ খুঁজে পাই,
হৃদয়ের অতলে মুক্ত তুমি
তুমি ছাড়া ঝিনুকের কোনো দাম নাই।।
হে প্রিয় রাসূল; হে প্রিয়তম…
01.02.19
মন্তব্য করুন