বাঁকা চাঁদ মামা তুমি
ধরে রাখো দোলনা,
চুপ চুপ ঝিঁঝিঁপোকা
কোনো শোরগোল না।
ঢুলুঢুলু চোখে তার
ঘুম ঘুম ঘুম কি?
জোনাকিরা দল বেঁধে
জ্বেলে রাখে চুমকি।
মিঠিমিঠি হাসে খোকা
হাঁটে কোন রাজ্যে,
স্বপ্নের কোন দেশ
ঘুরে এলো আজ যে!
তার কোনো সন্ধান
দিতে পারো রাত্রি?
আমরাও হতে চাই
তার সহযাত্রি।
04.02.19
Very nice
LikeLike