তোমায় যখন খুঁজছি আমি বুকের কাছে বাহুর কারাগারে
তুমি তখন অন্য কোথাও, অন্য কারো দিন যাপনের ঘর
ভাবছি আমি জরিন সুতায় সলমা আঁকা তোমার বিকেল
এবং সকল সন্ধ্যাতারার আলাপরাশি তোমার সাথে…
খুব বেশি কি স্বপ্ন দেখার রাত পেয়েছো আমার মতো
এইযে এখন বারান্দাতে দোল চেয়ারে যেমন আমি
আমার হাতে কাব্য আছে, চশমা ছুঁয়ে জোসনা নামে!
অনুভুতির চেরাগ জ্বেলে ভাবছি বসে- তোমার হাতে
আমার লেখা নতুন বইয়ের একটা কপি, পৃষ্ঠা খোলো;
পাতায় পাতায় এই আনাড়ির ফালতু প্রেমের গল্পগুলো
কেমন হলো?
আচ্ছা, তুমি একাই নাকি অন্য কারো বুকের কাছে
ঠেকিয়ে মাথা বলছো- এসব
আবোল তাবোল পড়তে আমার ভাল্লাগে না?
তবুও তুমি নতুন বইয়ের সন্ধানে যাও বইমেলাতে
আমার লেখা একটা প্রেমের কাব্য নিয়ে বাসায় ফেরো।
10.02.19
মন্তব্য করুন