কবিতার পাখি পথ পেয়ে গেছো সোজা
সকল মাত্রা অতিক্রমের পর
বৃত্তের যত বন্ধন ছিড়ে ছিড়ে
দূর বহুদূর একাকি বাঁধলে ঘর।
এই রাত এত ঘন হয়ে এলো আজ
এই রাত এতো কালো!
তবু তুমি থেকো তৃপ্ত পাখির দলে
তবু তুমি থেকো ভালো।
প্রিয় কবি আল মাহমুদের জন্য……
16.02.19
কবিতার পাখি পথ পেয়ে গেছো সোজা
সকল মাত্রা অতিক্রমের পর
বৃত্তের যত বন্ধন ছিড়ে ছিড়ে
দূর বহুদূর একাকি বাঁধলে ঘর।
এই রাত এত ঘন হয়ে এলো আজ
এই রাত এতো কালো!
তবু তুমি থেকো তৃপ্ত পাখির দলে
তবু তুমি থেকো ভালো।
প্রিয় কবি আল মাহমুদের জন্য……
16.02.19
মন্তব্য করুন