অযথা দুঃখগুলো মোমের প্রলেপ দিয়ে ঢেকে দাও
জলের স্পর্শে যেন জেগে উঠে বৃক্ষ না হয়
বিবাগী হয়োনা প্রিয়তমা
বিবাগীরা কোনোদিন নিজের ছায়ার থেকে পালাতে পারে না।
রাতের কান্নাগুলো দিনের আলোয় এনে ব্যবসা খুলো না
সমবেদনার চেয়ে বিব্রতকর কিছু নেই;
তোমার অন্ধকারে যাকে তাকে শরীক করো না
নির্ঘাত চুরি হয়ে যাবে।
আর যদি সত্যিই সুখি হতে চাও
নিজের দুঃখগুলো সপে দাও মালিকের কাছে
রাতের অন্ধকারে; আড়ালে সবার।
11.02.19
মন্তব্য করুন