লেগে আছে রক্তের দাগ
ফাগুনের রঙ তাই মনে ধরলো না;
আমার কি দোষ বল প্রিয়
মানুষকে ভালোবেসে এখনো মানুষ
বুকে ধরলো না।।
ভালোবেসে ফুলকে
ভালোবেসে পাখিকে
ভালোবেসে সাগরের ঢেউ
মানুষকে ভালো শুধু বাসতে গেলেই
হীনতায় ভোগে যদি কেউ
সে কি পাথরের সমতুল্য না?
………………………
13.02.19