শহরে কি এক গল্প এলো উড়ে
কাকগুলো সব মরলো নাকি কোকিল জ্বরে পুড়ে
কোকিল ডাকে কুহু কুহু, কোকিল ডাকে বনে
এই শহুরে কাকগুলো সব কোকিল মনে মনে।
মিথ্যে মায়ার এই শহরে আয়নাবাজির খেল,
সত্যিকারের প্রেম বেচে ভাই কিনবো গাড়ির তেল।
প্রেম নেবে ভাই, প্রেম নেবে কি সস্তা প্রেমের বোঝা
অল্প দামে বিকিয়ে দেবো; প্রেমিক হওয়া সোজা!
14.02.19
মন্তব্য করুন