আমারে হারায়ে দ্যায় রকমারি রাতের সোহাগ
আমারে হারায়ে দ্যায় মৃত কাক গলির ভিতর
গলে যাওয়া ডানা
অচেনা পথের বাঁকে পড়ে থাকা বেওয়ারিশ সুখ
অযাচিত মুখ
হাসি
এবং তুখোড় চালে ভেঙে যাওয়া দাবার দোকান।
আমারে হারায়ে দ্যায় কেউ
যারে আমি দেখি নাই কোনোদিন
খোদার কসম
যারে আমি ভাবিনাই কোনোদিন কোনো অযুহাতে।
তবুও সে আসে
আমারে হারায়ে দিতে আসে
বার বার হেরে গিয়ে নির্বোধ আমি যেই হাসি
সে বলে- তোমারে আমি খুব ভালোবাসি!
05.03.19