আলোর পথের যাত্রী শোনো
হতাশা যদি নেমে আসে কখনো
ভয় পেওনা আরো দীপ্ত পায়ে
এগিয়ে চলো হবে জয় তোমারই।।
পৃথিবীতো নয় কোনো সাজানো বাগান
ফুলেল বিছানা নয় শপথের পথ
নিজেকে গুটিয়ে তুমি পাবে কি বলো
আঁধারের পথে হবে ক্ষয় তোমারই।।
কালো মেঘ এসে যদি ঢেকে দেয় চাঁদ
দিওনা চাঁদের গায়ে মিছে অপবাদ
সাময়িক সে আঁধারে নিজেকে সপে
এমন শস্য তুমি করোনা আবাদ
কঠিন সময়ে আনে লয় তোমারই।
লালসার ফাঁদে যারা নিজেকে হারায়
ইমানের দাবি তারা করেনি পূরণ
এক বুক হতাশার আঁধারে ডুবে
মেনে নিতে হয় পরাজয় তাদেরই।।
28.02.19
মন্তব্য করুন