এখানে রাতের পর ফের নামে রাত
দিনের ইমান নিয়ে তবু কিছু পাখি
ঝাপটায় ডানা
এরা কোনো হতাশার পঙ্ক্তি জানেনা।
এখানে বেসুরো গান, চাটুকার কবির কলম
ঘিরে রাখে বিবেকের ঘের
তবু কিছু সত্যের চাষাবাদ ঘিরে
বেঁচে থাকে হেরার পাখিরা।
22.02.19
এখানে রাতের পর ফের নামে রাত
দিনের ইমান নিয়ে তবু কিছু পাখি
ঝাপটায় ডানা
এরা কোনো হতাশার পঙ্ক্তি জানেনা।
এখানে বেসুরো গান, চাটুকার কবির কলম
ঘিরে রাখে বিবেকের ঘের
তবু কিছু সত্যের চাষাবাদ ঘিরে
বেঁচে থাকে হেরার পাখিরা।
22.02.19
মন্তব্য করুন