জল পিপাশায় কাতর পাখি
মরলো জলে ডুবে
পশ্চিমে তার উড়াল হায়রে
লাশ ভেসে যায় পূবে।।
মন তোর এমনই মুশকিল…
মেঘের উপর মেঘের ছায়া
ঐ বুঝি তোর ঘর;
ঝড় বিপাকে পুড়লো ডানা
পুড়লোরে অন্তর।।
এখন ঘরের কালি মাথায় নিয়ে
হইলোরে মুশকিল
সব জানালাই বন্ধ রে তোর
সব দরজায় খিল।
……………………………
27.02.19
মন্তব্য করুন