যদি স্বপ্নগুলোকে কুড়িয়েই নিতে পারতাম
যদি তোমাদের সব ফেলে দেয়া ফুল কুড়িয়েই নিতে পারতাম
তবে ধন্য হতাম ধন্য হতাম ধন্য হতাম সত্যি।
আমার এ বুক ডাস্টবিন ভেবে ছুড়ে দিও সব অনাকাঙ্ক্ষিত ফুল
আমার এ বুক ডাস্টবিন ভেবে রেখে যেও সব নষ্ট প্রেমের ব্যথা।
এই কি তোমার প্রেমের ফসল! এই কি সে ভালোবাসা!!
আহা আস্তাকুড়ের কিট!! আহা নষ্ট প্রেমের চাষা!
#ডাস্টবিন_কোনো_শিশুর_ঠিকানা_নয়
20.02.19
মন্তব্য করুন