এই নদীটা শুকিয়ে যাওয়ার আগে
ফুসতো ভীষণ রাগে
রাগ করা কি ভালো?
তাই দিয়েছি হাত পা বেঁধে
শান্তি প্রদীপ জ্বালো!
এই নদীটা ভীষণ জেদি জানো
ভাঙা গড়ার নষ্ট খেলায় মাতে
তাই দিয়েছি হাত পা বেঁধে
শান্ত থাকে যাতে।
এই নদীটা শান্ত এখন খুবই
ঘুমিয়ে থাকে ঠিক আমাদের মতো
ঘর ভাঙেনা কারো
আরো
বুক জুড়ে তার সোনার ফসল ফলে
তবুও লোকে বলে-
ইস্ সে যদি আগের নদী হতো!
21.03.19
মন্তব্য করুন