গাছের পাতারা জপে তাসবি তোমার
ঝর্ণা নদীরা বয় তোমারই নামে
বৃষ্টির ফোটাগুলো ছন্দ তোলে
তোমারই শানে প্রভু তোমারই নামে
তোমারই নামের শুধা পিয়ে পাখিরা
মধুর কণ্ঠে তোলে গান
তুমি রহমান তুমি রহমান।।
রাতের আঁধার নামে তোমারই শানে
তারার ফুলে থাকে আচল ভরা
স্নিগ্ধ চাঁদের সাথে জিকির তোলে
তোমারই নামে গোটা বসুন্ধরা।।
তুমি তো মহা মহিয়ান…
দিনের আলোয় খুঁজি তোমারই দয়া
যেভাবে পাখিরা যায় শূন্য ঠোঁটে
সন্ধ্যায় ফিরে আসে তৃপ্ত পাখি
তোমারই প্রেমে প্রভু জিকির ওঠে।
সবচে মধুর সেই গান…
১৬.০৫.১৯
শাহাবুদ্দিন শিহাব ভাই এটা নিয়ে কাজ করছেন…
মন্তব্য করুন