রাত্রি গভীর হয়, জ্বলে ওঠে দৃষ্টি তোমার
হৃদয়ে নূরের জ্যোতি, সেজদায় অবনত মাথা
তোমাকে পূর্ণ করে; তুমি হও জান্নাতি পাখি!
আহা কি আলোয় ভরা কলবের অধিকারী তুমি!
দ্বীনের মিছিলে আমি তোমাকেই সম্মুখে চাই
তুমি কি মিছিল নিয়ে নামবে না শহরে আমার?
28.04.19
রাত্রি গভীর হয়, জ্বলে ওঠে দৃষ্টি তোমার
হৃদয়ে নূরের জ্যোতি, সেজদায় অবনত মাথা
তোমাকে পূর্ণ করে; তুমি হও জান্নাতি পাখি!
আহা কি আলোয় ভরা কলবের অধিকারী তুমি!
দ্বীনের মিছিলে আমি তোমাকেই সম্মুখে চাই
তুমি কি মিছিল নিয়ে নামবে না শহরে আমার?
28.04.19
মন্তব্য করুন