দেখছি কেবল অন্ধকারে যাচ্ছে ডুবে আমার সময়
আল্লাহ তোমার রহম ছাড়া কাটবে না জানি এই মহাপ্রলয়।।
মানুষ মানুষকে ভালোবাসে না
অর্থের লোভে হয় ভায়ের খুনি
ধর্ষণে ধর্ষণে আঁধার নামে
কি করে বলো তবু স্বপ্ন বুনি।।
কি করে বলি হবে মানুষের জয়।
তোমার কালাম নিয়ে ব্যবসা চলে
মাজার পূজারী কেউ প্রদীপ জ্বালায়;
যেই ঠোটে কোরানের আয়াত বলে
সেই ঠোটে গিবতের পশরা সাজায়।।
রাসূলের পথে তারা খোঁজে না বিজয়।
22.04.19
মন্তব্য করুন