হারাম খাবার খাওনা তুমি গর্ব করে বলো
কিন্তু যখন সুদের হিসেব হয়
এটা সেটা যুুক্তি দেখাও, গা এড়িয়ে চলো
ঘুষের সাথে ভিষণ পরিণয়।।
মদ খেলে না, খাওনা শুয়োর কিংবা মৃত প্রাণি
কিন্তু তুমি লোক ঠকিয়ে বাড়তি ঠিকই কামাও
তোমার হাতের উপার্জনে খাও যদি ভাত পানি
সেটাও হারাম; পারলে এবার হারাম খাওয়া থামাও।
হারাম টাকায় কিনলে রুটি সেটাও হারাম হয়।
দু’নাম্বারি ব্যবসা তোমার ওজনে দাও ফাকি
ভাবছো তুমি কেউ পারেনা ধরতে সে চালাকি
হারাম নাকি ছোওনা তোমার জাহান্নামে ভয়
আল্লাহ তা’লা জানেন ঠিকি তোমার পরিচয়।
দুর্ণীতিবাজ কর্মচারী কিংবা অফিসারের
সঙ্গে তোমার খুব যোগাযোগ, করতে পারো সবই
সব লোকে তাই সালাম ঠোকে আলাপ জমায় যেচে
কাজ হাসিলে মাড়ায় তোমার দু’নাম্বারি লবি।
এই দালালী হালাল হলে হারাম কারে কয়?
18.05.19
এই গানটা নিয়ে নিয়াজ মাখদুম ভাই কাজ করছেন।
মন্তব্য করুন