মাঝে মাঝে ব্যথা হয়
বুকের বা’পাশে
সন্ধেহে পোড়ে মন
যদি ফিরে না আসে।।
সেই পোড়া ঘ্রাণ কি তুমি পাওনা
পাও যদি ফিরে কেনো চাও না?
ভুল ছিলো বেশি কার
সে হিসাব যন্ত্রণার
পরিধি বাড়িয়েছে বুঝিনি
প্রেমের সহজ পথটা খুঁজিনি।।
বুঝেছি অনেক পর
তবুও ডাকছে ঘর দাঁড়াও না।
একডালে করলে বাস
একজনে ঝাড়লে পাখা
অন্যেরও লাগে বাতাস।
সে বাতাস ভাঙলে ঘর
ঘর হবে এ অন্তর
তবুও একবার পাখি
মন থেকে গান গাও না।
ডাকছি কেনো ফিরে চাও না
ঘর পোড়া ঘ্রাণ কি তুমি পাও না?
মন্তব্য করুন