শহরের সবথেকে উঁচু বাড়িটায়
শুনেছি তোমার নাকি মিলেছে গো ঠাঁই
শুনেছি বিদেশী ভোজ সকাল বিকাল
সোনার খাঁচায় মায়া রোদ চমকায়।।
সাপ খোপ নেই কোনো শেয়ালের ভয়
উপর তলার তুমি শুনি পরিচয়
ডালে ডালে কাটে দিন পাতায় পাতায়
তোমাদের কথা ভেবে জ্বলি হিংসায়।।
খাবারের সন্ধানে ছুটে মরি রোজ
ব্যস্ত সময় গেছে, তুমিও নিখোঁজ
বহুদিন পরে আজ পেয়ে সংবাদ
ভাবলাম একবার দেখা করে যাই।।
সোনার খাঁচায় তুমি মানিয়েছো বেশ
চেহারায় ফুঁটে আছে যত্নের রেশ
চোখে ওকি জল হায়, কাঁদছো তুমি!
দাসের সভাব কেনো তোমার পাখায়??
০৩.১০.১৯
মন্তব্য করুন