অত ভালোবেসোনা আমাকে
যত ভালোবাসলে মৃত্যুর কাছে পরাজয় হয়
সত্যকে মেনে নিতে ভয় হয়।।
যে ভালোবাসা পেয়ে চাঁদ সে লুকায় ঐ আড়ালে মেঘের
যে ভালোবাসা পেয়ে সংগ্রাম মিছে হয়ে যায় মানুষের
সে ভালোবাসা আমি চাইনা তোমার;
সে ভালোবাসা আনে পরাজয়।।
………………….. (অসমাপ্ত)
23.06.19
মন্তব্য করুন