এলোমেলো বাতাসে মন এদিক সেদিক ধায়
মন থাকেনা থাকেনারে চোখের সীমানায়
মনের কষ্ট কত যত শত পোড়ায় বারোমাস
মন খেলাপী পাপি-তাপি দেহের করে চাষ।।
রোগ নিরাময়, সজ্জা চলে বাহির বাটি ঘিরে
অন্দরে কেউ ডুকরে কেঁদে মরে
ও তার কান্না শুনে কেউ এলো না
কাঁদলো মরার পরে।।
মনের এমনতর দায়…
ও তার সঙ্গা দিতে, ভাব বোঝাতে পারলো ক’জনাই
একেক জনের কাছে মনের একেক ধারা রায়।
19.06.19
কেউ বা বলে- মন কিছু না, মন মগজের খেলা!
মন আসলে অনুভূতির মেলা!!
তাই সঙ্গা দিয়ে মন বোঝা দায়
মন বোঝো একেলা।।
মন এমনতর দায়…
03.03.20
মন্তব্য করুন