খুকুমণি জানো
চাঁদ কতো দূরে
কতো দূরে তারা
কতদূর থেকে তারা করছে ইশারা?
কতদূরে আসমান
কতদূর গেলে
এই মহাবিশ্বের সীমারেখা মেলে?
খুকুমণি চিন্তার সীমানা কি জানো?
ভাবো দেখি পাখিদের ডানা ঝাপটানো
কিংবা ফুলের ঘ্রাণ, মাছের সাঁতার!
কতোটুকু পরিচয় দিলো স্রষ্টার?
খুকু সেই স্রষ্টার প্রিয় হতে চাও?
তবে তাঁর আলো দিয়ে নিজেকে সাজাও।
30.06.19
মন্তব্য করুন