ছিলে পথের প্রান্তে দাঁড়িয়ে
হাতে হাসনাহেনার ছেড়া ডাল,
চোখ মেঘলা আকাশ পুরোটাই
ঠোটে ঝুলে আছে নতুন সকাল।।
19.06.19
একা যেনো এক সিংহের দায়
ছিলো তোমার কাধেই করে ভর
আর খাপছাড়া শেয়ালের পাল
শুধু মাপছিলো সময়ের জ্বর।।
আর সূর্যটা উঠছিলো যেনো
সারা গায়ে মেখে রক্তের লাল।
যুদ্ধ ফেরত কোনো এক
প্রজাপতি পাখনার ঝাঁঝ
নাকে এসে লাগছিলো খুব
যেনো বার বার যুদ্ধেই ডুব।
09.10.19
মন্তব্য করুন