জানো কি রাতের কথা
হারিয়ে যায়না দিনে;
হারিয়ে যায়না কিছু
যদি তা নাওগো চিনে।।
চেনো কি আপন মানুষ
বোঝো কি মনের কথা ;
কখনো চোখের কোণে
খোঁজো নির্জনের কথা?
বোঝো না খোঁজো না তো
কিছুটি নগদ বিনে।।
হাত হাত রাখাই শুধু
চলা নয় সঙ্গী হয়ে;
যদি গান ভিন্নটা হয়
গাবো কি সুর মিলিয়ে?
মাঝে মাঝে ভিন্ন কথা
বলাই সঠিক সত্য চিনে।।
13.06.19
মন্তব্য করুন