টিংটিঙে ছেলেটার দাপটে
রাস্তায় চলা দায়
কোনো কথা বলা দায়
নেতা নাকি আছে তার সাপোটে!
মুখে দিয়ে বেনসন শলাকা
আসমানে ভাসে সে
একা একা হাসে সে
আহা কি স্বাধীন এক বলাকা!
ছেলেটার জারিজুরি ফাপরে
মনে হয় কিম তার দুলাভাই
যদিও সে এইখানে দাঁড়িয়ে
এক ঠ্যাঙ উত্তর কোরিয়ায়।
ছেলেটার পরিচয় ছাত্র
হলের সে বড় ভাই
রাজনীতি করে খায়
নেতাদের অতি প্রিয় পাত্র।
20.05.19
মন্তব্য করুন