তবু আলো এসে যায়
এই বন্ধ জানালায়
এই মন বেঁচে থাকে
সেই আলোর ভরসায়।।
হায় চোখ ফোটেনি তার
সে অন্য কারো দায়,
তবু তার জীবনের রোদ
পড়ে আমার সীমানায়।।
আজ চাঁদনি রাতো না
নেই সঙ্গে কারো হাত
তবু জ্বলছে জোনাকি
যাবো পার হয়ে এই রাত।
যদি আছড়ে পড়ে ঢেউ
সব চিহ্ন মুছে যায়
দেবো নতুন পায়ের ছাপ
সেই বালু্র বিছানায়।।
21.06.19
মন্তব্য করুন