পক্ষিছেলে পাখনা মেলে ছুটলো তেপান্তর
ওটাই নাকি ঠিকানা তার ওটাই নাকি ঘর
বললো সবাই আরে রে রে যাসনে ছেলে শোন
ভয়ের বাতাস মাতিয়ে রাখে তেপান্তরের বন।
পক্ষিছেলে বাধ মানে না, মানবে কেমন করে
ভয়কে নাকি জয় করা যায় বিশ্বাসে বুক ভরে;
দুরন্ত তার পাখনা দুটো ঝাপটা মারে যেই
বাধার পাহাড় গুড়িয়ে যায় তখন মুহূর্তেই।
19.05.19
মন্তব্য করুন