হয়তো বা কোনো এক সকালে
সূর্যের আলো এসে পড়বে চোখে
চোখের পাতারা তবু জাগবে না;
আমি আর নেই- এসে বলবে লোকে।।
একসাথে গাঁথা শত স্মৃতির ভীড়ে
হয়তো হঠাৎ তুমি দাঁড়িয়ে যাবে
দু’ফোটা চোখের জল ঝরিয়ে আবেগ
জীবনের পাতা থেকে হারিয়ে যাবে।।
হয়তো দু’দিন তুমি থাকবে শোকে…
তবু এক জীবনের রঙিন আঁধার
মিথ্যে আশায় রাখে মাতাল করে,
কবরের পথে পথে হাঁটি মুসাফির
স্মপ্ন মোড়ানো এক রশি ধরে।।
12.06.19
মন্তব্য করুন