কোনো এক ঘুম ঘুম সকালে / সাইফ আলি

কোনো এক ঘুম ঘুম সকালে
আসলো পাখির দল উড়ে
গলা ছেড়ে গান গেয়ে ভাঙালো ঘুম
ভাসালো নতুন রোদ্দুরে।।

পাখিদের পালকের রঙ ছিলো কালো
দু’চোখের মাঝে তবু জ্বলছিলো আলো
বলছিলো ওহুদের ইতিহাস;
সেই থেকে ছোট্ট এ হৃদয়ে আমার
শুরু সেই পাখিদের বসবাস।।
আমার সকল সুর মিলিয়ে গেলো
একটাই গানে একই সুরে…

পাপগুলো জ্বলে আছে তারার মতো
রহমের মেঘে প্রভু দাও ঢেকে দাও;
যেটুকু বুনেছি শুধু পূণ্যের বীজ
তার উপর রহমের বৃৃষ্টি ঝরাও।।

মাঝে মাঝে পথ ভুলে যাই যদি চলে
তোমার করুণা যেনো পাই গো সকলে
চাই গো তোমারই দিদার;
তুমি ছাড়া আর কেউ নেই দয়াময়,
অধমের করো না বিচার।।
নফসের গোলামি থেকে আমাকে
আগলিয়ে রেখো বহুদূরে।

15.06.19

এখানে আপনার মন্তব্য রেখে যান