মান যায় যাক তবু পদ বেঁচে থাক
নাক বেঁচে হয়েছি যে হাসির খোরাক;
এঁটো খেয়ে খেয়ে আজ এই পজিশন
দ্যাখ ভাই ছেড়ে দিতে চাচ্ছে না মন।
আমার কি দোষ, আমি হুকুমের দাস
বর্গায় নিয়ে জমি করে খায় চাষ;
মালিকের কথা মতো চলি ফিরি এই,
সত্যি বলছি কোনো স্বাধীনতা নেই।
পরধনে পোদ্দারি ক্যামনে তা করি
হাড় ছুড়ে দিলে তাই ছুটে গিয়ে ধরি,
স্বভাবটা যারই হোক অভাবটা যার
আমিও গোলাম শুধু সেই ক্ষমতার।
09.10.19
মন্তব্য করুন