কুত্তা দেখে ভড়কিয়ে যাও
শুয়োর দেখে নাচো
তোমরা নাকি শেয়াল তাড়াও
মুরগি হয়ে বাচো!?
হাড় চেটে কেউ বাঘ হয়ে যাও
হরীণ খাওয়ার লোভে,
কিন্তু আবার আমিষ দেখে
লাল হয়ে যাও ক্ষোভে!
আন্দোলনের গন্ধ পেলে
সন্ধানী হও চুপে,
সুযোগ মতো ফায়দা লুটে
সাবধানে যাও ছুপে!
তোমরা নাকি বুদ্ধি বেচে
পয়সা কড়ি কামাও,
মাজার পারে লাত্থি দিমু
ফালতু আলাপ থামাও।
09.10.19
মন্তব্য করুন