ঝুম ঝুম ঝুম, ঝুম ঝুম ঝুম
বৃষ্টির শব্দও ভাঙালো না ঘুম!?
কি গভীর ঘুমে তুই হলি অচেতন
ধুয়ে গেলো জীবনের সব আয়োজন।।
মনে পড়ে বৃষ্টিতে গোটা এ শহর
ভেজা পাখিটার মতো জড়সড়?
আমরা তখন বসে মেপেছিলাম
মেঘের ঐ চোখদুটো কত বড়।।
কতটা আঁধার বুকে জমলে তার
দিগন্তে আঁকে রঙ সম্মোহন!
হয়তো এ ঘুম তোর ভেঙে গেলে
গোধুলির লাল চোখে দেখবি ভোর
সকালের খোঁজ করে ভাঙবে ভুল
নিকষ অন্ধকারে কাটবে ঘোর।
02.10.19
মন্তব্য করুন